অধস্তন আদালতের বিচারকগণের মাসিক কর্মসম্পাদন রিপোর্ট এন্ট্রি

মনিটরিং কমিটি ফর্ সাবঅর্ডিনেট কোর্টস্‌

বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি মহোদয় দেশের ৮টি বিভাগের প্রত্যেক বিভাগের জন্য হাইকোর্ট বিভাগের একজন মাননীয় বিচারপতি মহোদয়কে প্রধান করতঃ পৃথক পৃথক ৮ টি Monitoring Committee for Subordinate Courts গঠন করেছেন। গঠিত Monitoring Committee for Subordinate Courts -এর মাননীয় বিচারপতি মহোদয়গণের Monitoring -এর সুবিধার্থে আদালতসমূহে কর্মরত বিচারবিভাগীয় কর্মকর্তাগনের মাসিক কর্মসম্পাদন রিপোর্ট পাওয়া একান্ত আবশ্যক হওয়ায় প্রতি মাসের ০৭ (সাত) তারিখের মধ্যে অধস্তন আদালতের বিচারকগণের মাসিক কর্মসম্পাদন রিপোর্ট উক্ত কমিটির সাচিবিক সহায়তা প্রদানকারী কর্মকর্তাকে প্রেরণ করার নির্দেশ প্রদান করা হয়। উক্ত রিপোর্ট প্রেরণ প্রক্রিয়া সহজীকরনে এই প্লাটফর্মটি প্রস্তুত করা হয়েছে।

অধস্তন আদালতের বিচারকগণের মাসিক কর্মসম্পাদন রিপোর্ট এন্ট্রি

লগইন